নিখোঁজের ২৪ ঘণ্টা পর চার বছরের শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২৪ ঘণ্টা পর চার বছরের শিশু নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এর আগে, শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয় নুসরাত। সে হ্নীলা হোয়াকিয়া গ্রামের ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ বাঁধনের মেয়ে।
নুসরাতের বাবা বলেন, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল নুসরাত। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিতে থাকি। কোথাও না পেয়ে বাড়ির পাশের দিলদার আহমদ মেম্বারের পুকুরে ১০ থেকে ১২টি জাল দিয়ে স্থানীয়রা খুঁজে। পরে রোবরার দুপুরে ওই পুকুরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।
উদ্ধারকারীরা জানায়, শিশুর মরদেহটি নরম ছিল। কানের দুল দুটি নেই, মুখে কস্টেপের দাগ রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের ধারণা কানের দুল ছিনিয়ে নিতে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটিকে হত্যার অভিযোগে স্থানীয়রা ছয়জনকে ধরে পুলিশ হেফাজতে দিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।