মানিকগঞ্জে ভাড়া বাসায় মিলল যুবকের মরদেহ

মানিকগঞ্জ জেলা শহরের পোড়রা এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে সামায়েল হাসদা (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নিজ কক্ষের খাটের ওপর শোয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত সামায়েল হাসদা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের সরকার হাসদারের ছেলে। তিনি বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিকের মানিকগঞ্জ জেলার প্রধান কার্যালয়ে সহযোগী কর্মসূচি কর্মকর্তা পদে চাকরি করতেন।
বারসিকের আঞ্চলিক কর্মকর্তা বিমল রায় জানান, সামায়েল মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকায় একটি ভাড়া বাসার কক্ষে একাই থাকতেন। ১ অক্টোবর পূজার ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে সোমবার রাত ১০টার দিকে তিনি ফিরে আসেন। মঙ্গলবার সকালে কর্মস্থলে যোগদান না করায় তার বাসায় গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাসার মালিক সুলতান উদ্দিন সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বাসায় গিয়ে দরজা ভেঙে খাটের ওপর তার মরদেহ দেখতে পান।
বিমল রায় আরও বলেন, সামায়েল গ্যাসট্রিক সমস্যায় আক্রান্ত ছিলেন। তিনি কর্মস্থলে অত্যন্ত আন্তরিক ছিলেন এবং ভালো ফুটবল খেলতেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুর রহমান মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন জানিয়ে বলেন, তার কক্ষে টেবিলে গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।
বাসার মালিক সুলতান উদ্দিন জানান, গত দুই বছর ধরে সামায়েল নিচতলার একটি কক্ষে একাই থাকতেন।