গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৩০ জনের বিরুদ্ধে দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আজকে শেখ হাসিনার আমলে গুমের ঘটনায় আজ ট্রাইব্যুনাল- ১ এ গুমের অভিযোগে দুটি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে একটি সহ মোট তিনটি ফরমাল চার্জ দাখিল হয়েছে।
অভিযোগ গুলো হলো-
১. গুম টিএফ আই, আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ মোট ১৭ জন। মোট অভিযোগ ৫টি।
২. গুম জে আই সি, আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জন আসামি অভিযোগ ৫টি।
৩. রামপুরা, জুলাই, বিজিবি, আসামি ৪ জন, অভিযোগ ৬টি।
এছাড়াও একই দিন রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। যেখানে ৬টি অভিযোগ আনা হয়েছে। রেদোয়ানুল ইসলাম ছাড়াও অন্য তিন আসামি হলেন- রাফাত বিন আলম মনু, রাশেদুল ইসলাম ও মশিউর রহমান।