গোয়াইনঘাট সীমান্তে বিপুল গরু-মহিষ আটক
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ২৩৭টি গরু ও ৪২টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচোকি এলাকায় এ অভিযান পরিচালনা করে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক করা গরু ও মহিষের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। এটি গোয়াইনঘাট সীমান্তে এ যাবৎ কালের সবচেয়ে বড় গরু-মহিষের চালান বলে উল্লেখ করেছে বিজিবি। এছাড়া একই দিনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকা থেকেও ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে বলে জানিয়েছে ৪৮ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে গরু, মহিষ ও গরুর মাংসসহ বিভিন্ন পণ্য প্রায় নিয়মিতই সিলেট সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করে চোরাকারবারিরা। সাম্প্রতিক সময়ে বিজিবির বাড়তি তৎপরতায় এসব চালানের বড় অংশ আটক করা সম্ভব হচ্ছে।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে। আটককৃত গবাদি পশুগুলোর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সজল ছত্রী, সিলেট