এনটিভির খবর দেখে ঘানি টানা বৃদ্ধ স্বামী-স্ত্রীর পাশে তারেক রহমান

“গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানছেন স্বামী-স্ত্রী” শিরোনামে এনটিভি অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তা দৃষ্টিগোচর হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের। এরপর ওই বৃদ্ধ স্বামী-স্ত্রীর পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন তিনি।
আজ বুধবার (৮ অক্টােবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’ “গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানছেন স্বামী-স্ত্রী” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন— মোস্তাকিন আলী (তেলী)-র সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টােবর) বেলা ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন— বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার'-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্য বৃন্দ উপস্থিত থাকবেন।
গত ৩ অক্টােবর এনটিভি অনলাইনে “গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানছেন স্বামী-স্ত্রী” শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামের মোস্তাকিন আলী (তেলী) এবং তার স্ত্রী সখিনা বেগমের মানবেতর জীবনের চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনটি সারা দেশের মানুষের নজরে আসে।