জামিন পেলেন ব্যারিস্টার আহসান হাবিব

ব্যারিস্টার আহসান হাবিব। ফাইল ছবি
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ অক্টোবর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
এ বিষয়ে ব্যারিস্টার আহসানের বোন আজিজা সুলতানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৪ অক্টোবর ভোরে ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে পাঠায় পুলিশ। এরপর শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।