সাংবাদিক শহীদুল হককে আটক করায় রিজভীর উদ্বেগ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত অসহায় মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন সাংবাদিক ও আলোকচিত্রী শহীদুল হক। তাকে ইসরায়েলের আটক করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘তিনি (শহীদুল হক) নিজের জীবনের পরোয়া না করে গাজায় যুদ্ধবিধ্বস্ত অসহায়দের পাশে দাঁড়াতে গেছেন। আটক মুহূর্তেও তিনি ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেছেন। বাংলাদেশীরা বীর। শহীদুল হক সাহসী বীর।’
সম্প্রতি গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, তার এ মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে। তিনি কোনো রাজনৈতিক দলের নেতার প্রতি অশোভন মন্তব্য করেননি। অথচ, শেখ হাসিনা রাজনৈতিক কালচারটা এত নিচে নামিয়ে ফেলেছিলেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
ড্যাবের নবনির্বাচিত সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারসহ সংগঠনের অন্যান্য নেতারা।