স্কুল থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা, যুবক আটক

নাইক্ষ্যংছড়ি থানা। ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন শিক্ষিকার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত অংসাপ্রু মার্মাকে (২৪) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ির গহীন পাহাড় থেকে তাকে আটক করা হয়। আটক অংসাপ্রু মার্মা সদর উপজেলার ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হন।