শাপলা প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

নির্বাচন ভবন। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় শুরু হয়ে এ বৈঠক ৫টা ১৫ মিনিট পর্যন্তও চলছে।
বিকেল সাড়ে তিনটায় নির্বাচন ভবনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ইসিতে আসে।
জানা গেছে, দলীয় প্রতীক হিসেবে শাপলা এনসিপিকে বরাদ্দ দেওয়ার দাবিতে তারা বৈঠক করতে ইসিতে এসেছেন। শাপলা প্রতীক দেওয়া কিংবা না দেওয়া নিয়ে এনসিপির সঙ্গে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে ইসির।