পাবনার শ্রেষ্ঠ ওসি চাটমোহর থানার মনজুরুল

সামগ্রিক কর্মতৎপরতা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে পাবনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন চাটমোহর থানার ওসি মনজুরুল আলম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাবনা পুলিশ লাইনসের সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভা শেষে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনজুরুল আলমের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পাবনা জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজিনুর রহমান, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওসি মনজুরুল আলম বলেন, এ সম্মাননা শুধু আমার একার নয়, এটি পুরো চাটমোহর থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আমি চাটমোহরের মানুষের শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় দায়িত্বশীল থাকার চেষ্টা করি। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।