পাবনায় ২৭ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫ জনের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে মোট পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ২৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনের বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শামসু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ, জামায়াতের প্রার্থী সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীপুত্র ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন।
পাবনা-২ (সুজানগর-বেড়ার আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জামায়াতের প্রার্থী অধ্যাপক মাওলানা হেসাব উদ্দিনসহ চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আলী আছগারসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব মণ্ডলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনসহ চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার মিরু ও হাজী ইউনুস আলী। পাবনা-৩ আসনে গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা। পাবনা-২ আসনে গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন। পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু। তবে পাবনা-৫ (সদর) আসনে কোনো প্রার্থীর মনোনায়নপত্র বাতিল হয়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা