খুলনা জেলা কারাগারের হাজতির মৃত্যু
খুলনা জেলা কারাগারের এক হাজতি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অসুস্থ অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাজতির নাম জয়নাল আবেদীন। তিনি খুলনা নগরীর পূর্ব বানিয়া খামার কমিশনার গলির বাসিন্দা।
খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করলে জয়নাল আবেদীনকে চিকিৎসার জন্য সকালেই কারাগার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসে (হার্ট ফাউন্ডেশন) নেওয়ার পরামর্শ দেন। সকল প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে তাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করানো হয়। পথে গোপালগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান।