বেনাপোলে দেশি অস্ত্রসসহ ৩ ডাকাত আটক

যশোরের ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল দেশি অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– ঝিকরগাছা উপজেলার কাউরিয়া মুন্সিপাড়ার বাসিন্দা মাহবুবুর রহমান, পারবাজার গ্রামের বাসিন্দা জাসিবুল ইসলাম হাসিব ও মণিরামপুর উপজেলার ঝাঁপা পশ্চিমপাড়ার বাসিন্দা ইউনুস আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কাউরিয়া গ্রামের হাঁসের খামারে ডাকাত দলের মূল হোতা সোহাগ হোসেন তার সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছে। যশোর ডিবি (গোয়েন্দা) পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশি অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু, হাত করাত, হাতুড়ি, খেলনা পিস্তল, ওয়াকিটকি, রিফ্লেক্টিং জ্যাকেট, বিদেশি মদ, ওয়্যারলেস সেট, ওজন মাপার স্কেল, সিসি ক্যামেরা, মুখোশ, টর্চলাইট এবং অন্যান্য সরঞ্জামসহ তিনজনকে আটক করে। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের মূল হোতা ও খামার মালিক সোহাগ হোসেন পালিয়ে যান।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং পরে তাদের আদালতে পাঠানো হবে।