গোসল করতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

খালের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো আনারুলের মেয়ে তারিন (৯), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) এবং মো. তরীকুলের মেয়ে তানহা (৯)। শিশু তিনটি সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে গোসলের উদ্দেশ্যে শিশু তিনটি বাড়ি থেকে বেরিয়ে চাপাতলা খালের পানিতে নামে। খালটিতে প্রচণ্ড গভীরতা ও স্রোত থাকায় তারা একে একে পানিতে ডুবে যায়। পানিতে পাট ধোয়ার কাজে ব্যস্ত থাকা কয়েকজন লোক প্রথমে একটি শিশুকে ডুবে যেতে দেখেন। পরে তারা অন্যদেরও খুঁজে না পেলে লোকজন পানিতে নেমে তিনটি শিশুকেই উদ্ধার করেন।
দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা. আসাদুর রহমান শিশু তিনটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও শিশুদের প্রতিবেশীরা জানান, শিশু তিনটি সাঁতার জানত। কিন্তু খালের গভীরতা ও স্রোত বেশি থাকায় তারা দুর্ঘটনার শিকার হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, তিনি দুর্ঘটনার বিষয়টি জেনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।