এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর মুক্ত হলো অবরুদ্ধ ১০ পরিবার

মাত্র একটি সংবাদই পাবনার ফরিদপুর উপজেলার ১০টি পরিবারের জীবনের চিত্র বদলে দিল। এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর আজ শনিবার (১১ অক্টোবর) প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় সরকারি রাস্তা বন্ধ করে প্রভাবশালী তিন ভাইয়ের তৈরি করা বাঁশের বেড়া ১৫ দিন পর অবশেষে সরিয়ে দেওয়া হয়েছে। এতে দুই সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাহারা গ্রামে আব্দুল আউয়াল খান, মোতাহার হোসেন ও আব্দুল মতিন নামে তিন ভাই সরকারি রাস্তা নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন।
এতে মোহাম্মদ কোরবান আলী মণ্ডল, সবুজ মণ্ডল, তরিকুল মণ্ডলসহ গ্রামের অন্তত ১০টি পরিবার চরম দুর্ভোগে পড়েন। প্রায় দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকায় এসব পরিবারের সদস্যরা কাজে যেতে পারছিলেন না, এমনকি স্কুলগামী সন্তানদেরও স্কুলে পাঠাতে পারছিলেন না।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এনটিভি অনলাইনে “পাবনায় সরকারি রাস্তা দখল, ১০ পরিবার ১৫ দিন ধরে অবরুদ্ধ” শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হোসেনের নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়াটি সরিয়ে দেন।
ইউএনও মাহবুব হোসেন বলেন, ‘সাংবাদিকের কাছ থেকে ঘটনাটি জানার পরই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি রাস্তা জনগণের জন্য, কেউ তা দখল করে রাখতে পারে না।’
রাস্তা উন্মুক্ত হওয়ার পর স্থানীয়রা সাংবাদিক ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সংবাদটা না হলে হয়তো আমরা এখনও আটকা থাকতাম।’