প্রধান শিক্ষিকাকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

দীর্ঘ চার দশকের শিক্ষকতা জীবন শেষে শনিবার (১১ অক্টোবর) অবসরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভীন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বিদ্যালয় থেকে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এমন রাজকীয় বিদায় আয়োজনে তিনি অভিভূত হয়েছেন।
বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতিক মাস্টার ও মেজবা উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা মহিলা কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দীন, বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল, বিদ্যালয়ের সাবেক সভাপতি পুলিশের উপপরিদর্শক নোমান মুন্সী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক প্রধান শিক্ষক আলী খান মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা রেহেনা পারভীনের ৪০ বছরের শিক্ষকতা জীবনের নিষ্ঠা, আদর্শ ও অবদানের স্মৃতিচারণ করেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বলেন, তিনি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। লেখাপড়ার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জীবন-দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা দিতেন। দীর্ঘ পথচলার প্রিয় সহকর্মী বিদায় নেওয়ায় তারা তার সুস্থতা ও সুন্দর জীবনের জন্য সবার দোয়া কামনা করেন।
বিদায়ী শিক্ষিকা রেহেনা পারভীন তাকে এত সুন্দর সংবর্ধনা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের প্রিয় জায়গা ছেড়ে যেতে হচ্ছে। তবে এরকম রাজকীয় বিদায় ও সংবর্ধনা আমাকে অভিভূত করেছে। সবার ভালোবাসা ও শ্রদ্ধার কারণেই আজকের এই দিন সম্ভব হয়েছে। সবাই দোয়া করবেন অবসর সময়টা যেন পরিবারকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারি।