ময়মনসিংহে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার, সকাল থেকে চলবে বাস

ময়মনসিংহে চলমান পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) জেলা ও পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা এবং মালিক সমিতির যৌথসভায় জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামীকাল সোমবার সকাল থেকে ময়মনসিংহ-ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সঙ্গে বন্ধ বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়।
সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই যৌথসভা। আগামীকাল সোমবার ভোর থেকেই বাস চলাচল শুরু করবে। জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম রাত ৯টায়ক এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধায় জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলম, মোটর মালিক সমিতির মহাসচিব রতন আকন্দ, শ্রমিকনেতা নজরুল ইসলাম এবং জুলাই যোদ্ধা আ ন ম আয়াশের নেতৃত্বে প্রতিনিধদল জেলা প্রশাসকের অফিসে যৌথ সভায় যোগ দেয়।
আয়াশ বলেন, তাদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে, এতে তারা সন্তুষ্ট। মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। কাল সকাল থেকে বাস চলাচল করবে।
গত শুক্রবার রাত ৯টার দিকে মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালে বাসে ওঠার সময় জুলাই যোদ্ধা আবু রায়হান ও মাসুদ রানার গায়ে হাত তোলেন এক শ্রমিক। এর প্রতিবাদে জুলাই যোদ্ধারা আওয়ামী ফ্যাসিস্ট সাগর হত্যা মামলার আসামি আমিনুল হক শামীমের ইউনাইটেড বাস বহরে থাকা ১৬টি বাস বন্ধ এবং জব্দের দাবিতে আন্দোলন শুরু করে। পাল্টা কর্মসূচি হিসেবে বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়।