রাজধানীতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালু শেখ (৪২), ঢাকা জেলার স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মো. টিটু ভুইয়া (৪৫), কেন্দ্রীয় ছাত্রলীগের উপমানবাধিকার সম্পাদক সেলিম রেজা (২৭), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি সুকুমার চৌধুরী শুভ (৩৩) ও হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আবুল হাসনাত বাহার (৩৭)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।