ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ গ্রেপ্তার ৮

পটুয়াখালী পৌরসভার শ্মশানঘাট এলাকার মাঠের পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুরে সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) সাজেদুল ইসলাম।
শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পৌরসভার শ্মশানঘাট এলাকায় পামের সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন- মো. হাসান (৩০), মো. মাসুম বিল্লাহ (২৫), মো. রাসেল (৩৫), মো. আজিম (৩৫), মো. নাসির (৩৩), মো. মিঠু (৩০), মো. মিজান (২৭) ও মো. রনি (২৬)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ডাকাতির মামলা রয়েছে।
সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। তারা আগে থেকেই এলাকায় খোঁজখবর নিয়ে পরিকল্পনা করে ডাকাতি করত। অভিযানে তাদের কাছ থেকে একটি বড় ট্রাক, তালা কাটার মেশিন, হাতুড়ি, হামার, মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।