ইসিকে সংসদ নির্বাচন ও গণভোট আলাদা দিনে করার প্রস্তাব দিল জামায়াত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আলাদা দিনে করার আনুষ্ঠানিক প্রস্তাব নির্বাচন কমিশনের (ইসি) কাছে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কর্মকর্তা নিয়োগ লটারির মাধ্যমে করার দাবি জানায় দলটি।
আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী জামায়াতের পাঁচ সদ্যসের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সিইসির সঙ্গে পিআর পদ্ধতিতে ভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, পিআর আর ট্রেডিশনাল পদ্ধতি আছে। আগে তো ট্রেডিশনালই ছিল। আমরা দেখছি, ৫৪ বছরে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করেনি। সে কারণে পিআর সিস্টেম যদি হয়, সেক্ষেত্রে কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া; সেগুলোর সম্ভাবনা কমে যাবে।
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা ইসিকে বলেছি, দুটি পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি, যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যে, এটা (গণভোট) আলাদাভাবে হবে, আমরা চাচ্ছি—নভেম্বরে হোক।’
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দুটি ভিন্ন প্রকৃতির উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, ‘জাতীয় নির্বাচন আগে হলে দলগুলো তার বিজয় নিয়েই বেশি সিরিয়াস থাকবে এবং সংস্কার তার মাথায় কাজ করবে না। এ ছাড়া জাতীয় নির্বাচন কোনো কারণে যদি স্থগিত হয়, তাহলে গণভোটও স্থগিত হবে। দুটি একেবারে ভিন্ন ন্যাচার।’
জামায়াতনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ইসি আমাদের জানিয়েছে, সরকার যদি সিদ্ধান্ত নেয়, তাহলে তারা সেটা এক্সিকিউট করবে। সেখানে ইসির কোনো সমস্যা হবে না। গণভোট তো খুব সিম্পল একটা ইলেকশন। এখানে খুব বড় ধরনের কোনো ফাইন্যান্স ইম্পর্টেন্ট নেই।’
কেন আগে গণভোট হওয়া উচিত তা জানিয়ে ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘কেউ কেউ বলেন যদি গণভোট করতে গিয়ে যদি ঝামেলা হয়, তাহলে জাতীয় নির্বাচন তো আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয়, তাহলে আমরা আগে একটু বুঝলাম, বরং এটা ভালো। ঝামেলাসহ যদি জাতীয় নির্বাচনে যান, ওটাতেও যদি ঝামেলা হয়ে যায়, তাহলে আম-ছালা দুইটাই চলে যাবে।’
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘প্রবাসীরা যাতে জন্ম সনদের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারে, সে প্রস্তাব আমরা ইসিকে দিয়েছি।’
নির্বাচন কর্মকর্তাদের লটারির মাধ্যমে নিয়োগের প্রস্তাব ইসিকে দেওয়া হয়েছে জানিয়ে জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘অফিসার নিয়োগের বিষয়টি যেন লটারির মাধ্যমে হয়। এ সমস্ত নিয়োগ যেন হয় নিরপেক্ষতা বজায় থাকে, সে বিষয়ের ওপর আমরা জোর দিয়েছি।’
জামায়াতনেতা ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা মনে করি, একটা সহজতর গণভোট দিয়ে যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি। এক্সপেরিমেন্ট করতে পারি—কীভাবে পুলিশ সহযোগিতা করে ইলেকশন কমিশন যদি তা বুঝতে পারে।’