অসুস্থ যুবদল নেতাকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসাধীন লক্ষ্মীপুর জেলা যুবদলের নেতা আব্দুল মান্নান ছুটুকে দেখতে আজ সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর সহোযোগিতায় আব্দুল মান্নানকে ফাউন্ডেশনের পক্ষ থেকে বাইলেটারাল এএফও আর ডায়নামিক ককআপ স্প্লিন্ট প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন রিহাবিলিটেশন কমিটির সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ডা. এম আর হাসান, শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাসিবুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ডা. জহির, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহসম্পাদক ডা. রাসেল হোসেন, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. মীর সোহান, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. কাজী তৌকির মাহমুদ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদল নেতা জোবায়েল আলম পাভেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা আজহারুল ইসলাম হামিম, সাকিব আমানসহ আরও অনেকে।
২০১৬ সালে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে যুবদলনেতা আব্দুল মান্নান ছুটু চিটাগং রোডে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন এবং তার সমস্ত শরীরে প্রায় ৪২টি গুরুতর জখম হয়। মিডিয়ার মাধ্যমে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিকিৎসা সহায়তার আবেদন করেন। গত ২২ সেপ্টেম্বর তার উন্নত চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয় এবং তার উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়।