ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

গাঁজাসহ যুবককে আটক করেছে কোস্ট গার্ড। ছবি : এনটিভি অনলাইন
ভোলায় ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৬টায় সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহজনক এক যুবককে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।