নোয়াখালীতে বিএনপিনেতার উদ্যোগে সড়ক সংস্কার

জনদুর্ভোগ কমাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ একটি সড়ক সংস্কার করছেন বিএনপিনেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের প্রায় এক হাজার মিটার অংশে সংস্কার কাজ শুরু হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ চলাচল করে।
হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী জানান, দীর্ঘদিন ধরে আদর্শ গ্রাম সড়কটির বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদাময় হয়ে যায়, সৃষ্টি হয় বড় বড় গর্তের। এতে চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষ ও শিক্ষার্থীরা। স্থানীয়দের অনুরোধে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব নিজ উদ্যোগে সড়কটির সংস্কার কাজ হাতে নেন।
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন বলেন, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়রা বিষয়টি রাজিব ভাইকে জানালে তিনি ব্যক্তিগত অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেন। এতে স্থানীয়রা খুবই খুশি।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত ছিল। এলাকাবাসীর কষ্টের কথা বিবেচনায় নিয়ে আমি নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করছি, এতে কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব হবে।