রৌমারীতে বিজিবির অভিযানে ৬ ভারতীয় গরু আটক

রৌমারীতে ৬টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। ছবি : এনটিভি অনলাইন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) পরিচালিত অভিযানে ভারতীয় কাঁকড়া ক্লিপ, গরু ও কানের দুল উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, দাঁতভাঙ্গা বিওপির টহল দলের অভিযানে সীমান্ত পিলার ১০৫৫/৪-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছাটকড়াইবাড়ী এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে মালিকবিহীন অবস্থায় ৫৯ পিস ভারতীয় কাঁকড়া ক্লিপ এবং ৪৮০ জোড়া কানের দুল উদ্ধার করা হয়।
এছাড়াও সাহেবের আলগা বিওপির টহল দলের অভিযানে সীমান্ত পিলার ১০৫১/এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর এলাকা থেকে ৬টি ভারতীয় গরু আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ব্যাটালিয়নের (৩৫-বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) ইমাম হোসেন।