মা ইলিশ রক্ষার অভিযানে শটগান হারালেন আনসার সদস্য

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় এক আনসার সদস্যের শটগান নদীতে তলিয়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের সহায়তায় তিন দিন ধরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আজ বুধবার (১৫ অক্টোবর) প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান ৪ সেপ্টেম্বর থেকে চলছে। এরই অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকালে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা এলাকায় যমুনা নদীতে অভিযান চলাকালীন আনসার সদস্য তাবিউর রহমান রায়হানের কাছে থাকা শর্টগানটি নদীতে পড়ে যায়। আনসার সদস্যটি তখন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তায় দায়িত্বে ছিলেন।
চৌহালীর ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, অভিযানের সময় হঠাৎ স্পিডবোট উল্টে যায়। সবাই নদীতে পড়লেও পাশের নৌকা থেকে সবাই অক্ষতভাবে উদ্ধার হয়। তবে আনসার সদস্যের শটগান নদীতে তলিয়ে যায়। এরপর টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা উদ্ধার অভিযান শুরু করে। এছাড়া স্থানীয়দের সহায়তায় জাল ফেলে উদ্ধার চেষ্টা চলছে। নৌবাহিনী ও অভিজ্ঞদের সহযোগিতাও নেওয়া হবে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে অভিযান শুরু করা হয়েছে। তবে নদীর বেশি স্রোত ও গভীরতার কারণে অভিযান বিঘ্নিত হচ্ছে এবং এখনও শটগান উদ্ধার হয়নি।