চাঁদা না পেয়ে রাস্তা বন্ধের অভিযোগ বিএনপিনেতার বিরুদ্ধে

টাঙ্গাইলের ভূঞাপুরে বালু ঘাটের মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপির কতিপয় নেতার বিরুদ্ধে। আর এই চাঁদা না দেওয়ায় বালু ফেলে চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা। উপজেলার সারপলশিয়া এলাকায় এমন ঘটনা ঘটায় স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরজমিনে গিয়ে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের বালুর ঘাট দখলের পায়তারা করে আসছিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু তারা পুরোপুরি সফল হতে পারেননি। তবে এবার সেই বালু ঘাটকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সোলায়মান হোসেন লিটনসহ যুবদল ও ছাত্রদলের কতিপয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে মাসুদুল হক মাসুদের স্ত্রী শেফালী মাসুদ সেনাবাহিনী, ইউএনও অফিস, ভূমি অফিস ও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, চাঁদার টাকা না পেয়ে বিএনপিনেতা সোলায়মান হোসেন লিটন ও তার সহযোগীরা ৫ ট্রাক বালু ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে করে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, ওই রাস্তা দিয়ে সারপলশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে। তাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে বিএনপিনেতা সোলায়মান হোসেন লিটন বালু ফেলে রাস্তা অবরোধের বিষয়টি স্বীকার করে বলেন, যেকোনো কারণেই আমি একা নই, সবাই মিলে রাস্তায় বালু ফেলা হয়েছে। তবে চাঁদা দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন।
রাস্তায় বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম দীলিপ জানান, বালু সরানোর ব্যবস্থা চলছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিমের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এটা তার দায়িত্ব না। তবে উপজেলা প্রশাসন চাইলে সহায়তা করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান বলেন, সরজমিনে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।