সংসদ নির্বাচনে সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া : ইসি সচিব

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান অ্যালিসহ পাঁচজন প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দেশটি বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা করতে চায়, যদি নির্বাচন কমিশনের প্রয়োজন হয়। আজ সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল দেড় ঘণ্টার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ইসি সচিব গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালি এমপি আজ বাংলাদেশ নির্বাচন কমিশনে সৌজন্য সাক্ষাৎকারে অংশ নেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন এবং নির্বাচন কমিশন সচিব মো. আখতার আহমেদের সঙ্গে বৈঠকে বসেন।
মন্ত্রী অ্যালির সঙ্গে ছিলেন তার অফিসের জ্যেষ্ঠ উপদেষ্টা এন্থনি লিউ। এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, উপমিশন প্রধান ক্লিনটন প্লোবকে ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের প্রথম সহকারী সচিব সারা স্টোরে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘তারা সৌজন্য সাক্ষাৎকারে আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের প্রস্তুতি কেমন, কীভাবে এগোচ্ছি এবং সেই সাথে ওনাদের কথা প্রসঙ্গে ওনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করা হয়েছে। যেমন আমাদের এখানে নির্বাচনের দিনে যে সমস্ত ঘটনা ঘটে সেরকম ওনাদের কিছু ঘটে কিনা সেই সম্পর্কে জাস্ট মতামত বিনিময়।’
আখতার আহমেদ বলেন, ‘আর বাড়তি যেটা হচ্ছে, আমাদের কোনোভাবে যদি সহযোগিতা করার সুযোগ থাকে, আমরা যেন সেটা উনাদের কাছে বলি। প্রযুক্তির অপব্যবহারের ব্যাপারে আমরা বলেছি। এআই ইন্টারভেনশন, মিসইউজ অব ইনফরমেশন, এবিউজ অব ইনফরমেশন, ফেক ইনফরমেশন এই সমস্ত ব্যাপার উনাদেরও আছে, তা নিয়ে কথা হয়েছে।’
ইসি সচিব বলেন, ‘আমাদের ব্যালটের ব্যাপারে ইউএনডিপির একটা স্পন্সরড প্রজেক্ট আছে। সেটাতে ওরা (অস্ট্রেলিয়া) সহযোগিতা করছেন, সেটার ব্যাপারেও বললেন। এবং যদি বাড়তি সহযোগিতার সুযোগ থাকে তাহলে সেটা তারা জানাবেন। এটা ছিল সৌজন্য সাক্ষাৎকার, বিশেষ কোনো ব্যাপার না বা অন্য কোনো কিছু না।’
আখতার আহমদে বলেন, ‘যদি কোনো সহযোগিতা লাগে, তাহলে আমরা চাই, এটাই বলেছি। এখন কীভাবে সহযোগিতা করবে এটা তো পরের ব্যাপার। আদৌ চাইব কিনা সেটাও তো পরের বিষয়।’