কার্গো ভিলেজে আগুন, শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের এক অংশে আগুন লাগায় সাময়িকভাবে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজের এক অংশে আগুন লাগে।
বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ জানায়, সবাইকে নিরাপদ ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে সিভিল অ্যাভিয়েশন ও ফায়ার সার্ভিসের যোগ দিয়েছে সেনা, বিমান ও নৌবাহিনী। এছাড়া বিজিবির দুই প্লাটুন সদস্য যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানিয়েছেন।