জুলাই যোদ্ধাদের উসকানি দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে : এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছেন, যারা নানা ছলছুতোয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারাই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের উসকানি দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। তিনি এই ঘটনার তদন্ত করে প্রকৃত উসকানিদাতাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেনের (২০২০ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন) ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রিন্স এসব কথা বলেন।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় হতবাক হয়েছেন জানিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জুলাই যোদ্ধাদের নামে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল তাতে আমরা হতবাক। যারা নানা ছলছুতোয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারাই ঘটনার উস্কানি দিয়েছে কিনা তদন্ত করে বের করতে হবে।’
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জুলাই আমাদের পরিবর্তনের কথা শেখায়, কিন্তু কালকের হামলায় মনে হয়েছে আমরা আগের বন্দোবস্তে ফিরে যাচ্ছি। কারণ পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। বরং ফ্যাসিবাদীরা আমাদের ওপর যেভাবে আক্রমণ করত, গতকালের আক্রমণ ছিল সেই রকমের আক্রমণ।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত বিদেশী কূটনীতিক ও বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মাথা হেট করে দিয়েছে।’
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরের কথা উল্লেখ করে প্রিন্স বলেন, ‘বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।’ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বেগম খালেদা জিয়া ঘোষিত ‘২০৩০ ভিশন’ এবং তারেক রহমানের ‘৩১ দফার’ বাস্তবায়ন করে রাষ্ট্র মেরামত করে সাম্য, মানবিক মর্যাদাসহ ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।
সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল চারটায় জেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এই স্মরণসভার আয়োজন করে। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, নগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাত আলী, জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাইদ, মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন প্রমুখ নেতারা বক্তব্য দেন।