ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে ২০ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কমপক্ষে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে মুদি, ওষুধ, চা, কাপড়, বীজ, জুতার দোকানসহ কমপক্ষে ২০টি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রাসহ বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ জানান, বাজারের বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।
সাতৈর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে ২০-২৫টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, ২০টির মতো দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো যাবে।