ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে অগ্রাধিকার : মির্জা ফখরুল

ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতাদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে।
প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে শিক্ষক নেতারা বিএনপির মহাসচিবের আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন।
সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজীর নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন— এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।
বৈঠকে বিএনপি মহাসচিব শিক্ষক সমাজের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।