স্বাধীনতাবিরোধীরা এখন দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাচ্ছে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাচ্ছে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল এবং স্বাধীনতার বিরোধিতা করেছিল।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
গণসংযোগকালে মির্জা ফখরুল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বিএনপি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের বেকার সমস্যা দূরীকরণে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
আউলিয়াপুরে গণসংযোগ শেষে তিনি ওই ইউনিয়নের অন্য একটি এলাকায় প্রচারণার উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে তার নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও