নাশকতার মামলায় যুবদলের সাবেক নেতা কারাগারে

রাজধানীর চকবাজার থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চকবাজার থানার যুবদল নেতা আজিজুর রহমান সজিবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে যুবদল নেতা আজিজুর রহমান আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সজিব। শুনানি শেষে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।
এ বিষয়ে আজিজুরের আইনজীবী রফিকুল ইসলাম খান জানান, আওয়ামলীগ সরকারের আমলে চকবাজার থানার এক মামলায় ২২ মাসের কারাদণ্ড দেন ঢাকার সিএমএম আদালত। সে মামলায় আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ২০১৮ সালে রাজধানীর চকবাজার থানা পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা দায়ের করে। পরবর্তী আসামির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগ গঠন শেষে আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। এরপরে ২০২৩ সালের নভেম্বরে সিএমএম কোর্ট ২২ মাসের কারাদণ্ড দেন।