সাবেক এমপি হাবিব হাসানের ভাই মাহমুদ কারাগারে

জুলাই আন্দোলনের সময় মো. কামরুজ্জামান নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ সাবেক এমপি হাবীব হাসানের ভাই নাদিম মাহমুদকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সুলতান উদ্দিন খান। তবে মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় রিমান্ড শুনানির জন্য আগামী ২১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন আদালত। একইসঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৮ মে দিনগত রাত ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাদিমকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে অপরিচিত নম্বর থেকে আন্দোলনে অংশ নেওয়া কামরুজ্জামানের আহত হওয়ার সংবাদ পান সামিরা জাহান পপি। সংবাদদাতার কাছে তিনি স্বামী মো. কামরুজ্জামানের অবস্থানের ঠিকানা জিজ্ঞেস করলেও জানতে পারেননি। কিছুক্ষণ পর কামরুজ্জামানের মোবাইলফোন বন্ধ পান তিনি। অনেক খোঁজাখুঁজির পর ওই বছরের ১৯ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে স্বামীর মরদেহ খুঁজে পান তিনি। মো. কামরুজ্জামানকে হত্যার ঘটনায় চলতি বছরের ১ জুলাই উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক তৌহিদুল ইসলাম মামলা করেন।
মোহাম্মদ হাবিব হাসান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২০ সালের ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা গেলে শূন্য আসনে ২০২০ সালের ১২ নভেম্বর উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।