রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিল ছাত্রশিবির
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) বানারীপাড়া ডিগ্রি কলেজে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এর আগে গত সপ্তাহে বরিশাল বানারীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহানবীকে (সা.) নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিজয়ীদের মাঝে ক্রেস্টসহ অন্যান্য উপহার তুলে দেওয়া হয়। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বানারীপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বানারীপাড়া পৌর জামায়াতের আমির কাউসার হোসেন বলেন, আগামীতেও এমন প্রতিযোগিতার ধারা অব্যাহত থাকবে।

হাসান আহমেদ, বরিশাল (বানারীপাড়া)