শহীদ তায়িমের কবর জিয়ারত করল ‘আমরা বিএনপি পরিবার’

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত ও শোকাহত স্বজনদের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে প্রতিনিধি দলটি আজ সোমবার সকালে (২০ অক্টোবর) কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে শহীদ তায়িম ভূঁইয়ার বাসায় যান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উপস্থিতিতে প্রতিনিধি দলটি ইমাম হাসান তায়িম ভূঁইয়ার স্বজনদের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এ ছাড়া ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং সর্বদা তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফসহ অন্যান্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চৌদ্দগ্রাম বিএনপির সভাপতি কামরুল হুদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।