আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন।
বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন, আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, আইআরআইর কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, কারিগরি বিশেষজ্ঞ, আইআরআইর আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, এনডিআইর প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান,জন ফ্লুহার্টি, আইআরআই প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি। আইআরআইর পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, আইআরআইর প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ, আইআরআইর পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।