মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ড

পুরান ঢাকায় এক ব্যবসায়ীর নিকট থেকে স্বর্ণ ছিনতাইয়ের মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক এস এম সাকিব হোসেনসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক গাড়িচালক ইব্রাহিম শিকদার ছাড়াও জীবন পাল, আমিনুল ইসলাম, রতন কুমার সেন ও এমদাদুল হক নামে চারজন রয়েছেন।
বিচারক রায়ে সাকিব ও জীবনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদেরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন। অপর চার আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাদেরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাভোগের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া এ মামলায় হারুন মুন্সী নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ১১ জানুয়ারি পুরান ঢাকার জিন্দাবাহার পার্ক এলাকা থেকে ৯০ ভরি ওজনের দুটি সোনার বার ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতোয়ালী থানায় মামলা করেন ব্যবসায়ী সিদ্দিকুর রহমান। এরপরে এ মামলায় রতন কুমার সেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ঘটনার বিষয়ে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার জবানবন্দির পরিপ্রেক্ষিতে এই মামলায় জীবন পাল, এমদাদুল হক ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আসামিদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ উদ্বার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ৭ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে তুলে নিয়ে ৯০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। অচেনা ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে ২০২১ সালের ৫ অক্টোবর আটজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মল্লিক।