লুঙ্গি পরে ছদ্মবেশে ডাকাত ধরল পুলিশ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর কদমপুর এলাকায় লুঙ্গি পরে ছদ্মবেশে অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী রাজিব হোসেন রাজু ওরফে রাজু ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২০ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোনাখোলা পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) সুজেল মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে আভিযানিক দল রোববার অভিযান পরিচালনা করে। মামলা তদন্তকারী কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) সুজেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর করেরগাঁও সাস্তা সাকিন এলাকার একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ২য় তলা থেকে মাদক সেবনরত অবস্থায় রাজিবকে গ্রেপ্তারের চেষ্টা করেন। পরে রাজিব কৌশলে বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে লাফ দেন। এএসআই সুজেল মিয়াও ছাদ থেকে লাফ দেন। পরে রাজিবকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৬ অক্টোবর রাত ১০টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের কদমপুর এলাকার পানি শোধনাগারের পাশে একটি প্লাস্টিকের কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। আসামী রাজিবসহ অজ্ঞাতনামা আরও তিনজন কারখানার স্টাফদের হাত-পা বেঁধে মারধর করে। বিভিন্ন মেশিন ও স্টাফদের মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল ছিনতাই করে।