জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : এনসিপিকে গোলাম পরওয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘তোমরা নতুন, ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’
আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালায় ফুটবল মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন, ছাত্রদের দল। রাজনীতিতে জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’
জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলব।’
‘সমালোচনা অনেক হবে’ উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অসীম ধৈর্য ধারণ করতে হবে। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।’
জামায়াতের এই নেতা বলেন, ‘আল্লাহ আমাদের রাষ্ট্রক্ষমতা দিলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। সন্ত্রাসবিরোধী এবং উন্নয়নমুখী জনপদ আমরা গড়ে তুলব।’
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্যরা।