এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার ও হেল্পারসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন চালক আল আমিন ও হেলপার রাসেদুল।
ময়মনসিংহের ত্রিশাল বৈলর বড়পুকুরপাড় এলাকায় আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ছয়টার দিকে ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ট্রাক দুটি জব্দ করেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ ও ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ময়মনসিংহগামী দাঁড়িয়ে থাকা ভুষিবোঝাই একটি ট্রাক পিছন থেকে ধানবোঝাই ট্রাকে সজোড়ে ধাক্কা মারে। এতে ভুষিবোঝাই ট্রাকের চালক-হেলপার ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার ও ট্রাক দুটি জব্দ করে। পরে ময়মনাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।