‘দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কেউ যাতে সাগরে চুরি করে মাছ ধরতে না পারে, সেজন্য নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে ২০২৪–২০২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, নদী বা সাগরে নিষেধাজ্ঞার সময় আমাদের জেলেরা যদি মাছ ধরতে যায়, তাদের পুলিশ বা কোস্টগার্ড আটক করে। কিন্তু তখন সাগর ফাঁকা থাকায় ভারতীয় জেলেরা সুযোগ নিয়ে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে ইলিশ ধরতে আসে। বিদেশি জেলেদের সাগরে প্রবেশের খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
মৎস্য উপদেষ্টা বলেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যাচ্ছে, যা অন্যায়। এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশে পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে। পশুখাদ্যের দাম না কমালে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না। এতে খামারিরাও ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
বিএলআরআইর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।