খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে উপদেষ্টা ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
আজ বুধবার (৩ ডিসেম্বর) চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে দুপুর ১টা ৫০ মিনিটে উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতার বিষয়ে উপদেষ্টা ফরিদা আখতার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং চিকিৎসা বোর্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক