শাড়ি নিয়ে প্রতারণা : তানজিন তিশাকে আইনি নোটিশ

প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। আজ বুধবার (২২ অক্টোবর) আইনজীবীর মাধ্যমে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠান তিনি।
নোটিশে বলা হয়, আপনি বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। আপনি দীর্ঘদিন ধরে মিডিয়া জগতের সঙ্গে জড়িত। মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মক্কেলের অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করেন, যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।
এতে বলা হয়, আপনি আপনার ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে ওই শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করলে আমার মক্কেল আপনাকে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ও অভিনেত্রী বিবেচনায় সরল বিশ্বাসে তা পেজ প্রমোশনের বিপরীতে আপনাকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আপনার আবাসস্থলের ঠিকানায় পাঠান।
নোটিশে আরও বলা হয়, আমার মক্কেল আপনার কথার ওপর সরল বিশ্বাসে শাড়িটি আপনার বাসায় পৌঁছে দেন। আপনি তারপর থেকে নানা ভয়েস মেসেজ ও টেক্সট মেসেজ দিয়ে শাড়িটি পরে ‘এপোনিয়া’ নামের পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন। অতঃপর নোটিশ গ্রহীতাকে পেজ কর্তৃপক্ষ নানাভাবে নানা উপায়ে শাড়িটি পরে প্রমোশনের জন্য অনুরোধ করেন। আপনি চলতি বছরের ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও সেটি পরে পেজ প্রমোশন না করে, পেজ কর্তৃপক্ষের সঙ্গে বিগত ছয় মাসের বেশি সময় যোগাযোগ রক্ষা করেননি।
এতে বলা হয়, আপনি ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনোরূপ কথোপকথন থেকে বিরত থেকেছেন। পরবর্তীতে আপনি শাড়িটির জন্য পেজ প্রমোশন/মূল্য প্রদান করা হতে অদ্যাবধি বিরত রয়েছেন। এমনকি, আমার মক্কেল বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলে আপনার পক্ষ থেকে কোনোপ্রকার সাড়া পাওয়া যায়নি।
আইনি নোটিশে বলা হয়, অতঃপর উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আপনি আপনার নামীয় ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক’, যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলছাতুরি মাত্র। আপনি একজন পরিচিত অভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপিকা হওয়া সত্ত্বেও ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পেজ প্রমোশনের বিপরীতে গ্রহণ করে আপনি এখনও পেজ প্রমোশন/শাড়িটির মূল্য পরিশোধ করা হতে বিরত থেকে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন, যা বাংলাদেশ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এতে আরও বলা হয়, যেহেতু ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও আপনি আমার মক্কেলের কাছ থেকে গ্রহণকৃত শাড়ির বিপরীতে কোনো পেজ প্রমোশন না করে আমার মক্কেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। অতএব, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে আমার মক্কেলের নিকট হতে গ্রহণকৃত শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ লাখ টাকা আমার মক্কেল বরাবরে পরিশোধ করবেন এবং আপনার কৃতকর্মের জন্য আমার মক্কেলের নিকট ক্ষমা প্রার্থনা করবেন। অন্যথায়, আমার মক্কেল আপনার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি আইনে উল্লিখিত ধারাসহ অপরাপর ধারাগুলোতে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে, যার দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।