গণতান্ত্রিক দেশ গড়াই আমাদের লক্ষ্য : শাহ নাওয়াজ

নোয়াখালীর হাতিয়া উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নাওয়াজ। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ৩১ দফার বাস্তবায়ন করা হবে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছাত্রদলের সাবেক নেতা শাহ নাওয়াজ স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের মাঝে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং আগাম নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন।
গণসংযোগ চলাকালে শাহ নাওয়াজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত এই ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।
জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ৩১ দফার বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।