জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, পদ হারালেন ছাত্রদলনেতা

পটুয়াখালীর দশমিনায় দেশীয় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে চর বোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী রেজাউল ইসলাম নিরবকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল। গতকাল বুধবার (২২ অক্টোবর) পটুয়াখালী জেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয়। যদিও একই দিনে অব্যাহতিপ্রাপ্ত এই ছাত্রদল নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে এটিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
ভুক্তভোগী জেলেরা জানান, গত ১২ অক্টোবর সন্ধ্যায় চর শাহজালালের জেলে মো. মাইনুদ্দিন পালোয়ান (৩৫) তার ফুফাতো ভাই ও দুই ভাগনেকে নিয়ে ধলার চর থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পাগলার বাজার খালের গোড়ায় চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রেজাউল গাজী দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১০-১২ জন লোক নিয়ে তাদের ট্রলারসহ আটক করে। জেলেদের জিম্মি করে তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকার জন্য রাতভর জেলেদের আটকে রাখা হয়।
ভুক্তভোগী জেলে মাইনুদ্দিন বলেন, চাঁদার টাকা না দিতে পারায় রাতভর আমাদের জিম্মি করে রাখে। পরে ভোররাতের দিকে এক আত্মীয় ১০ হাজার টাকা দিয়ে আমাদের ছাড়িয়ে আনেন।
ছাত্রদল নেতার এমন চাঁদাবাজির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে এলে বুধবার দুপুরে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে, বুধবার দুপুরে দশমিনায় এক সংবাদ সম্মেলন করে অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেজাউল চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এমন মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।