‘ভুয়া স্ট্রাইকের’ হুমকিতে ৫০ লাখ রুপি খোয়ালেন ইনফ্লুয়েন্সার

ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের একজন জনপ্রিয় ইনস্টাগ্রামের কনটেন্ট নির্মাতা ডিজিটাল চাঁদাবাজির শিকার হয়েছেন। ২৮ বছর বয়সী ওই কনটেন্ট ক্রিয়েটর হলেন আজিম আহমেদ। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার ইনস্টাগ্রাম পেজে পাঁচ কোটি ৭০ লাখ অনুসারী রয়েছে। কিন্তু প্রায় এক বছর ধরে সাইবার অপরাধীরা তার পেজে স্ট্রাইক এবং পেজ বাতিল করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। পরে তিনি ভীত হয়ে সাইবার অপরাধীদের দাবি অনুযায়ী তাদেরকে ৫০ লাখ রুপি দেন।
কনটেন্ট ক্রিয়েটর আজিম আহমেদ পরে জব্বলপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। তবে প্রতারকরা এখনও পলাতক।
আজিম আহমেদ বলেন, ‘প্রায় এক বছর ধরে আমি ভুয়া কপিরাইট স্ট্রাইক ও হুমকি পাচ্ছি। তারা দাবি করে, আমার পোস্টগুলো তাদের কনটেন্ট। আমি যদি তাদের অর্থ প্রদান না করি, তাহলে তারা আমার অ্যাকাউন্টগুলো মুছে ফেলবে।’
প্রতারকদের হুমকিতে ভয় পেয়ে আজিম বারবার তাদের অর্থ প্রদান করেছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে অর্থের পরিমাণ ৫০ লাখ রুপি পর্যন্ত দাঁড়িয়েছে।
আজিম আহমেদ আরও বলেন, হুমকিগুলো ফোনকল এবং ভুয়া ‘ইনস্টাগ্রাম স্ট্রাইকের’ পর ইমেলের মাধ্যমে আসে। তারা নিজেদের মধ্যস্থতাকারী বলে দাবি করে। পুনে থেকে একজন ফোন করে ভুয়া স্ট্রাইক অপসারণের জন্য ২৫ হাজার থেকে ৩০ হাজার রুপি দাবি করেছিল।

জব্বলপুর সাইবার সেলের ইনচার্জ নীরজ নেগি বলেন, প্রতারকরা ‘ভুয়া স্ট্রাইকের’ হুমকি দিয়ে টাকা আদায়ের ঘটনায় এটিই প্রথম অভিযোগ দায়ের করা হলো। এটি একটি নতুন ধরনের সাইবার অপরাধের প্রবণতা। প্রতারকরা ইনস্টাগ্রামের কন্টেন্ট সিস্টেমকে কাজে লাগাচ্ছে। একবার কোনো অ্যাকাউন্ডে একাধিক ভুয়া স্ট্রাইক এলে সেটি স্থগিত করা হয়।
নীরজ নেগি আরও বলেন, এই ভুয়া স্ট্রাইকগুলো কীভাবে আসছে এবং এর পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করার জন্য আমরা ইনস্টাগ্রামের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।