যশোর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ বালা আর নেই

ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ বালা আর নেই। গত মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
যশোর জিলা স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গতকাল বুধবার সকাল ৯টায় সাবেক প্রধান শিক্ষকের স্মৃতিবিজরিত স্কুল প্রাঙ্গণে আনা হয়। সেখানে তাঁর গুণগ্রাহী ও সাবেক ছাত্ররা দেখতে আসেন। এ সময় বর্তমান শিক্ষক ও ছাত্ররাও উপস্থিত ছিলেন।
এরপর সাবেক এই প্রধান শিক্ষককে তার গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরে নেওয়া হয়। জানা গেছে, সেখানে তাকে মাটি দেওয়া হয়েছে।
যশোর জিলা স্কুলের বর্তমান ও সাবেক ছাত্র-শিক্ষকদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।