ময়মনসিংহ জংশনে রেলের পাওয়ার কারে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের কাছে ঢাকাগামী জারিয়া কমিউটার ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ৩টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে বিকল্প পাওয়ার কার লাগিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
অগ্নিকাণ্ড ঘটা পাওয়ার কারটি মেরামতের জন্য ময়মনসিংহ লোকোশেডে নেওয়া হয়েছে।
লোকেশেডের ইনচার্জ মাসুদ আহমদ এই খবর নিশ্চিত করেছেন। এই কর্মকর্তা জানান, বেলা ৩টার দিকে ট্রেনটি ময়মনসিংহ জংশন স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। যাত্রার পাঁচ মিনিট পর পাটগুদাম এলাকায় পৌঁছালে অতিরিক্ত গরমে পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা। পরে স্থানীয়দের সহায়তায় রেল কর্মকর্তারা পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর অন্য পাওয়ার কার লাগিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। তবে এতে পাওয়ার কারের তেমন ক্ষতি হয়নি বলেও জানান রেলের এই কর্মকর্তা।