জামায়াতে ইসলামী অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে : প্রিন্স
‘জামায়াত স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের বদন্যতায় বহুদলীয় গণতন্ত্রের হাত ধরে রাজনীতিতে থাকলেও আওয়ামী লীগের মতোই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে তারা মুক্তিযুদ্ধের ঘোষকের দলকে লাল কার্ড দেখাতে চায়।’
আজ রোববার (৭ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে হালুয়াঘাট মুক্ত দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব ময়মনসিংহ-১, (হালুয়াঘাট-ধোবাউরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
একাত্তরের এই দিন হানাদার বাহিনীর কবলমুক্ত হয় হালুয়াঘাট। সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। আলোচনাসভায় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও দেশের উন্নতি–সমৃদ্ধি কামনাসহ অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
বীরমুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তালুকদার, বীরমুক্তিযোদ্ধা বিষেশ্বর চৌহান, বীরমুক্তিযোদ্ধা সুশীল ঘাগড়া, বীরমুক্তিযোদ্ধা মইন উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান খান, বীরমুক্তিযোদ্ধা কামাল খান, বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান এবং হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল বক্তব্য দেন। আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহঙ্কার। মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি, মুক্তিযুদ্ধের চেতনাকে অমরা ধারণ ও লালন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে স্বাধীনতাবিরোধী একটি দল পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের বদন্যতায় বহুদলীয় গণতন্ত্রের হাত ধরে রাজনীতিতে থাকলেও আওয়ামী লীগের মতোই তারা অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে তারা মুক্তিযুদ্ধের ঘোষকের দলকে লাল কার্ড দেখাতে চায়।
প্রিন্স আরও বলেন, জনগণ একাত্তরেই জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখিয়েছে, বিগত ৫৪ বছর জনগণ তা দেখিয়ে আসছে, ইনশা আল্লাহ ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মুক্তিযোদ্ধাদের চিহ্নিত এই দলের কর্মকাণ্ডের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে হালুয়াঘাটের ঐক্যের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রিন্স আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
প্রিন্স আরও বলেন, ‘স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানাতে হবে। ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে হালুয়াঘাটে মুক্তিযুদ্ধের জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, সেখানে হালুয়াঘাটের দল মত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধার ছবিসহ পরিচিতি, রণাঙ্গনের অডিও, ইতিহাস এবং সাক্ষাৎকার প্রদর্শন করা হবে।

আইয়ুব আলী, ময়মনসিংহ